41
অ্যান্টিগনিশ নবাগতদের জন্য একটি গাইড অ্যান্টিগনিশ অভিবাসীদের সমর্থন কর্মসূচি অ্যান্টিগনিশের মহিলা সংস্থান কেন্দ্রের একটি কর্মসূচি নোভা স্কসিয়ার ইমিগ্রেসন অফিস দ্বারা নিহিত

Ï্যান্টিগনিশ এ নবাগতদের জন্য একটি গা Ñডawrcsasa.ca/wp-content/uploads/2020/05/Antigonish... · 2 ৪র্থ ভাগ:

  • Upload
    others

  • View
    2

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • অ্যান্টিগনিশ এ নবাগতদের জনয্

    একটি গাইড

    অ্যান্টিগনিশ অভিবাসীদের সমরথ্ন

    করম্সচূি

    অয্ানট্িগনিশের মহিলা সংসথ্ান কেনদ্র্ের

    একটি করম্সচূি

    নোভা সক্সিয়ার ইমিগর্েসন অফিস দ্বারা

    নিহিত

    http://www.google.ca/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0ahUKEwj8xdOUuPPPAhVG4yYKHYChAA8QjRwIBw&url=http://activerain.com/blogsview/4371354/antigonish-home-for-sale&bvm=bv.136593572,d.cWw&psig=AFQjCNFw5M0XqBBrHgKa-S3k2UBp-HqBpA&ust=1477398405933870

  • 2

    ৪র্থ ভাগ: এপর্িল ২০১৯

    Acknowledgements

    We would like to thank Tanjia Aktar for helping us

    translate this resource booklet in Bangla language.

    Thank you Tanjia!

    Our special thanks to Julissa Stewart for her hard

    work in compiling, editing, and formatting this

    guide for the first edition.

    Our sincere thanks to the Coady International

    Institute who shared the materials from their

    welcome guide for students, upon which this

    booklet is based.

    We would like to extend our heartfelt thanks to

    Laurie Smith, Primary Health Care Coordinator,

    Nova Scotia Health Authority, for helping us update

    the information on the health care system in

    Antigonish.

    Our special thanks to Vangie Babin, Women’s

    Service Coordinator, Antigonish Women’s

    Resource Centre for her guidance in publishing the

    revised edition.

    Jubanti Dhan Toppo

    Immigrant Support Program coordinator

    Antigonish Women’s Resource Center & Sexual Assault Service Association.

  • 3

    সচুিপতর্

    জরুরী সহযোগিতা .................................... ৪

    কানাডা বসবাসের জনয্ প্রয়োজনীয়

    তততততত ................................................ ৫

    পার্মানেন্ট রেসিডেনট এর জন্য আবেদন ....

    ৬-৭

    নতুনদের জন্য

    সেবাসমূহ............................................ ৮

    সোশ্যাল ইন্সুরেন্স নম্বর এর আবেদনের

    জন্য ............................................................ ৯

    হেলথ ইন্সরুেন্স .................................. ১০

    কানাডিয়ান মেডিকেল সিস্টেম ......... ১১-১২

    স্থানীয় স্বাস্থ্য সেবাসমূহ .......... ১৩-১৫

    ডাকত্ার এবং ওয়াক-ইন ক্লিনিক্স ১৫-১৬

    ড্রাগস্টোরস এন্ড ফারমাসি’স ........... ১৭

    অন্যান্য কমিউনিটি সেবাসমূহ ....... ১৮-১৯

    চাকরি

    ...................................................................২০

    ফিনান্সিয়াল (অর্থনৈতিক) সেবাসমূহ .. ২১

    ভাষা এবং লিটারেসি (সাক্ষরতা) সহায়তা

    .................... ২২

    চিতত্বিনোদন

    ......................................................... ২৩

  • 4

    হাউজিং

    ...............................................................২৪

    পরিবারসহ শিশুদের জন্য প্রয়োজনীয় তথ্য

    ...............২৫

    পরিবহন

    ......................................................... ২৬-২৭

    ডাক (পোস্টাল) সেবাসমুহ

    ....................................... ২৮

    গ্রন্থবিবরণী (বিবিলিওগ্রাফি)

    .........................................২৯

    অ্যান্টিগনিশের মানচিত্র

    .............................................৩০

  • 5

    জররুী সহযোগিতা

    খবু গরুতুব্পরূণ্ সাহাযয্ের জনয্: ৯১১ এ

    কল করুন

    বিষ নিযন়ত্র্ণ (পয়জন কনট্র্োল): ১-

    ৮০০-৫৬৫-৮১৬১

    নোভা সক্সিয়া টেলিকেয়ার: ৮১১ হেলথগ

    তথয্ এবং পরামরশ্ ২৪ ঘণট্া/দিন

    পরিবেশগত ইমারজেনস্িতে: ১-৮০০-৫৬৫-

    ১৬৩৩

    কমিউনিটি বা অনয্ানয্ সামাজিক সেবা

    সমপ্রক্ে জিজ্ঞাসা: ২১১

    সেনট্ মারথাস রেজিওনাল হসপিটাল: ৯০২-

    ৮৬৭-৪৫০০

  • 6

    যদি কোন মেডিকেল ইমারজেন্সি হয়, তাহলে

    সেন্ট মারথাস রেজিওনাল হসপিটাল এর

    ইমারজেন্সি (জরুরী) বিভাগে সরাসরি চলে যাবেন

    অথবা এ্যাম্বুলেন্স কল করুন (৯১১ নম্বরে)।

    কানাডা এর জীবন: তালিকা

    পর্থম কয়েক সপত্াহে

    যা যা প্রয়োজন হতে পারে:

    স্বদেশ এর টাকা কে কানাডিয়ান ডলার

    এ এক্সচেঞ্জ করতে হবে

    বসবাসের জায়গা খুজতে হবে

    হেলথ ইন্সুরেন্স এর জন্য আবেদন

    করতে হবে

    সোশ্যাল ইন্সুরেন্স নাম্বার এর জন্য

    ফর্ম ফিল আপ করতে হবে

    বাচ্চাদের স্কুল এ ভর্তি করাতে হবে

    পর্থম কয়েক সপত্াহে

    সম্ভবত প্রয়োজন হবে:

    ফ্যামিলি ডাক্তার ঠিক করা;

    আপনার সন্তানকে টিকা দেওয়া;

    একটি ব্যাংক আকাউনট খোলা;

    একটি চাকরি খোজা;

  • 7

    একটি বৈধ ড্রাইভার লাইসেন্স পাওয়া

    কানাডা চাইলড্ ট্যাক্স বেনিফিট এর

    জন্য আবেদন করা (কল ১-৮০০-৩৮৭-

    ১১৯৩); এবং

    জিএসটি/এইচএসটি কর্েডিট এর জন্য

    আবেদন করা; কল ১-৮০০-৯৫৯-১৯৫৩

    কানাডা এর পারম্ানেনট্ রেসিডেনট হওয়ার

    জনয্ কিভাবে আবেদন করতে হবে:

    একজন পার্মানেন্ট রেসিডেনট হল সে ব্যাকত্ি

    যাকে কানাডাতে ইমিগর্েনট হিসেবে আসার

    জন্য পার্মানেন্ট রেসিডেনট স্ট্যাটাস দেয়া

    হয়েছে, কিনত্ু সে এখনও কানাডিয়ান সিটিজেন

    না। পার্মানেন্ট রেসিডেনটরা হল অন্য দেশের

    সিটিজেন।

    পারম্ানেনট্ রেসিডেনট কারড্

    পার্মানেন্ট রেসিডেনট (পি আর) কারড্ হল

    একটি অফিসিয়াল কারড্ যেটা প্রমান করে যে

    আপনি কানাডা এর পারম্ানেন্ট রেসিডেনট।

    আপনি যখনি এক দেশ থেকে অন্য দেশে আসা

  • 8

    যাওয়া করবেন তখন এই কার্ডটি ব্যাবহার

    করতে হবে।

    পারম্ানেনট্ রেসিডেনটরা কি কি করতে পারে

    একজন পারম্ানেন্ট রেসিডেনট হিসেবে, আপনার

    অধিকার সমূহ হল:

    কানাডিযা়ন নাগরিকদের (সিটিজেন)

    প্রাপ্য হেলথ কেয়ার কাভারেজ সহ

    অনেক সামাজিক সুবিধাগুলো পাবেন

    কানাডা এর যেকোনো জায়গায় বসবাস,

    কাজ অথবা পড়াশোনা করতে পারবেন,

    কানাডিয়ান নাগরিক (সিটিজেন) হওয়ার

    জন্য আবেদন করতে পারবেন,

    কানাডিয়ান আইন এবং কানাডিয়ান

    চারটার অব রাইঠস এন্ড ফ্রিডোম এর

    অধীনে সুরক্ষা পাবেন।

    আপনাকে অবশ্যই ট্যাক্স প্রদান করতে হবে

    এবং ফেডারেল, প্রভিন্সিয়াল, এবং

    মিউনিসিপাল লেভেল এর সকল কানাডিয়ান

    আইনকে সম্মান করতে হবে।

    পিআর কার্ড এর জন্য আবেদন করতে এবং

    পার্মানেন্ট রেসিডেনট হওয়ার জন্য

  • 9

    প্রয়োজনীয ়ততততত এবং যোগ্যতা জানার

    জন্য নিম্নের লিঙ্ক এ গিয়ে দেখনু:

    http://www.cic.gc.ca/english/information/ap

    plications/prcard.asp

    http://www.cic.gc.ca/english/information/applications/prcard.asphttp://www.cic.gc.ca/english/information/applications/prcard.asp

  • 10

    নবাগতদের জনয্ কানাডা এর নাগরিকতব্

    (সিটিজেনশীপ এনড্ ইমিগর্েশন) লাভের

    সেবাসমহূের পষৃঠ্া এর লিঙক্ www.servicefornewcomers.cic.gc.ca

    অয্ানট্িগনিশ /গাইসবোরো ইমিগর্েনটদের

    জনয্ সাপোরট্ পর্োগর্াম

    এআইএসপি যেসব সেবা দিয়ে থাকে:

    • সকল প্রশ্নের উতত্র দিবে

    • তততততততত এর সাথে

    (কমিউনিটিতে) সংযুক্ত হতে সাহায্য করে

    • স্থানীয় সেবাসমূহ সঠিকভাবে জানতে

    সাহায্য করে

    আমরা অ্যান্টিগনিশ এবং গাইসবোরো

    বিভাগে নবাগতদের এবং তাদের পরিবারকে

    সকল তথ্য দিয়ে সহযোগিতা করি। আমাদের

    সাথে যোগাযোগ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট

    নিতে কল করুন ৯০২-৮৭০-১৮৫৩ নাম্বারে

    অথবা আমাদের অফিসে সরাসরি যোগাযোগ

    করেন। অফিসের ঠিকানা হল- ২১৯ মেইন

    স্ট্রীট এর কারক বিল্ডিং এর ৩য় তলা (3rd

    floor of Kirk Building, 219 Main)।

    পিকট্ু অয্ানট্িগনিশ রেজিওনাল লাইবর্েরি:

    http://www.servicefornewcomers.cic.gc.ca/

  • 11

    নবাগতদের স্বাগতম সেনট্ার

    আমরা ব্যক্তিগতভাবে তথ্য প্রদানের কাজ

    করছি এবং ওয়ান-স্টপ ওয়েলকাম সেন্টার

    হিসেবে প্রতিটি পাবলিক লাইব্রেরীতে

    সহযোগিতা করছি। http://parl.ns.ca/newcomers/index.php

    সোশয্াল ইনস্রুেনস্ নমব্র (এস আই এন) এর

    জনয্ যেভাবে আবেদন করতে হবে

    সোশ্যাল ইন্সুরেন্স নম্বর (এস আই এনস)

    কানাডাতে কাজ করার জন্য, ব্যাংক একাউনট

    খোলার জন্য অথবা ট্যাক্স ক্রেডিট পেতে

    ব্যাবহার করা হয়। আপনার নিয়োগকর্তা এই

    নাম্বারটি আপনার কাছে চাইবে। সোশয্াল

    ইন্সুরেন্স নম্বর (এস আই এন) আবেদন এর

    জন্য আরও তথ্য পেতে নিম্নের লিঙ্ক এ দেখনু: www.servicecanada.gc.ca

    আপনার এসআইএন এর সঙ্গে একটি কাগজ

    ইস্য ুকরে আপনাকে দেওয়া হবে।

    এই ওয়েবসাইটটি জব ব্যাঙ্ক অ্যাক্সেস,

    এমপ্লয়মেন্ট ইনস্যুরেন্স তথ্য এবং ফাইলিং,

    পাশাপাশি কাউন্সিলিং এবং ইনডিভিজুয়ালস

    এবং কমিউনিটির জন্য প্রোগ্রাম সাপোর্ট

    সরবরাহ করে।

    http://parl.ns.ca/newcomers/index.phphttp://www.servicecanada.gc.ca/

  • 12

    টেলিফোন: ৯০২-৮৬৩-৭০৬৩

    টোল-ফ্রি: ১-৮০০-৫৩৭-৯৫৭৩

    অ্যান্টিগনিশে সারভিস কানাডা এর অফিস

    ৩২৫ মেইন স্ট্রীট এর ২য় তলায় এ অবস্থিত।

  • 13

    হেলথ ইনসয্রুেনস্

    বিনা মলূ্যে সকল স্বাস্থ্য সেবা পেতে আপনার

    একটি এমএসআই কারড্ এর প্রয়োজন।

    মেরিটাইম মেডিকেল ইনস্রুেনস্ (এমএসআই )

    আমরা এমএসআই এবং/অথবা

    ফার্মাকেয়ার সারভিসগুলির সাথে

    সম্পর্কিত যেকোন অনুসন্ধান বিনা

    মূল্যে পরিচালনা করি। প্রথমবার

    আবেদনকারিদের সঙ্গে, ল্যান্ডেড

    ইমিগ্রেনটস, এবং ওয়ার্ক ভিসা

    আবেদনকারীদের জন্য কাজ করি।

    টেলিফোন (টোল-ফ্রি): ১-৯০০-৫৬৩-

    ৮৮৮০

    ইমেইল:

    [email protected]

    ওয়েবসাইট: www.gov.ns.ca

    mailto:[email protected]://www.gov.ns.ca/

  • 14

    কানাডিয়ান মেডিকেল সিস্টেম

    কানাডিয়ান মেডিকেল সিস্টেম সমপ্রক্ে কিছ ু

    জরুরী নিরদ্েশনা:

    আপনার অ্যাপয়েন্টমেন্ট এ সময়মত উপস্থিত থাকনু. আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট না রাখতে চান তাহলে

    যত তাড়াতাড়ি সম্ভব ডাকত্ার এর

    অফিস এ জানাতে হবে যাতে তারা এই

    অ্যাপয়েন্টমেন্ট অন্য একজন রোগীকে

    দিতে পারে।

    ডাকত্ারের অফিসে অপেক্ষা করার জন্য

    প্রস্তুত থাকনু।যদিও আপনি সময়মত

    পউছাবেন, তারপর কিছুক্ষন অপেকষ্া

    করে ডাক্তার দেখানোটা অস্বাভাবিক

    কিছুনা। সাধারনত ইমারজেন্সি

    ডিপার্টমেন্ট এ ভিসিট এর ক্ষেত্রে

    অনেক সময় লাগে।

    ডাকত্ার সবসময় আপনাকে ঔষধ নাও

    দিতে পারে। কানাডাতে একজন ডাক্তার

    সবসময় ঔষধ দেয়না; সে শুধুমাত্র কিছ ু

    উপদেশ দিতে পারে। কানাডিয়ান

    ডাকত্াররা খুবই কদাচিৎ ইঞ্জেকশান

    এর দ্বারা চিকিৎসা করে।

  • 15

    ডাকত্ারকে প্রশ্ন জিজ্ঞেস করুন।

    ডাকত্ার কি বলছে সেটা যদি আপনি

    বুঝতে না পারেন অথবা তার নির্দেশনা

    যদি পরিষ্কার বুঝতে না পারেন তাহলে

    সেটা পুনরায় পরিষক্ারভাবে বলার

    অনুরোধ করুন। আপনার স্বাস্থ্য

    সম্পর্কে জানার এবং আপনার রোগ

    নির্ণয় এবং চিকিৎসা সম্পর্কে জানার

    আপনার অধিকার আছে। আপনি যদি

    প্রশ্ন জিজ্ঞেস না করেন, ডাকত্ার মনে

    করে নিবে যে আপনি সবকিছু বুঝেছেন।

    আপনাকে যদি ঔষধ দেওয়া হয়, তাহলে জিজ্ঞেস করবেন এটা কি

    প্রেস্ক্রিপশন নাকি “ওভার-দা-

    কাউনটার” ঔষধ। ওভার-দা-কাউনটার

    ঔষধগুলো সাধারনত ফারমাসিতে শেল্ভ

    এ সাজানো থাকে যেটা প্রেস্ক্রিপশন

    ছারাই কেনা যায়। ওভার-দা-কাউনটার

    ঔষধ এর জন্য আপনাকে নিজেকেই মলূ্য

    দিতে। আপনি যে ঔষধ (ওভার-দা-

    কাউনটার এবং প্রেস্ক্রিপশন) কিনছেন

    তার দিক-নির্দেশনা এবং সতর্কতা

    সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন।

    প্রেস্ক্রিপশন এর ঔষধের দাম একটু

  • 16

    বেশি হতে পারে। দয়া করে মনে রাখবেন

    যে আপনি নিজের দেশে যে ঔষধ ডাকত্ার

    দেখানো ছাড়া কিনতে পারতেন সেটা

    কানাডাতে “প্রেস্ক্রিপশন” ঔষধ

    হিসেবে পরিচিত থাকতে পারে।

    প্রেস্ক্রিপশন এর ঔষধের দাম একটু

    বেশি হতে পারে এবং আপনি চাইলে যাচাই

    করতে পারেন যে আপনার হেলথ প্লান

    কতটুকু মূল্য কাভার করে।

  • 17

    স্থানীয ়সব্াস্থয্ সেবাসমহূ

    সেনট্ মারথাস রেজিওনাল হসপিটাল

    সেন্ট মারথাস রেজিওনাল হসপিটাল

    সবরকম প্রাথমিক এবং মাধ্যমিক

    পর্যায়ের স্বাস্থ্য সেবাসমূহ প্রদান

    করে থাকে।

    টেলিফোন: ৯০২-৮৬৭-৪৫০০

    ওয়েবসাইট: www.nshealth.ca

    নোভা সক্সিয়া হেলথ অথোরিটি

    ওয়েবসাইট: www.nshealth.ca

    মেনটাল হেলথ এবং এডিকশন সারভিসেস

    প্রাপ্তবয়স্কদের এবং অন-সাইট ও

    আউটরিচ শিশুদের জনয্ মানসিক ও

    সামাজিক কাজ সেবা প্রদান করে।

    ইনটেক লাইন: ১-৮৮৮-২৯১-৩৫৩৫

    (আপনার হেলথ কার্ড হাতে রাখুন)

    এখনি সাহায্যের প্রয়োজন?

    মেনটাল হেলথ কর্াইসিস লাইন: ১-৮৮৮-৪২৯-

    ৮১৬৭

    সপ্তাহে ২৪ ঘন্টা/৭ দিন এভেইলেবল

    http://www.nshealth.ca/

  • 18

    পাবলিক হেলথ সারভিসেস

    বিভিনন্ ধরনের স্বাস্থ্য বিষয়ক

    প্রচারনা ও শিক্ষা, অসুস্থতা এবং

    আঘাত প্রতিরোধের কার্যক্রম,

    ইনোকুলেশন, যোগাযোগযোগ্য রোগ

    নিয়নত্্রণ, সক্রিয় জীবনযাপন, পুষ্টি,

    দাাঁতের স্বাস্থ্য এবং সামাজিক

    সহায়তার সহ বিভিন্ন স্বাস্থ্য

    পরিষেবাগুলির জন্য কাজ করে।

    টেলিফোন: ৯০২-৮৬৭-৪৫০০

    ইএক্সটি. ৪৮০০

    মহিলাদের জনয্ লিনড্সে’স হেলথ সেনট্ার

    একটি মাল্টি-ডিসিপ্লিনারি দলের

    সাহায্যে মানসিক স্বাস্থ্য এবং

    আসক্তি সেবা, একজন নার্স

    প্রেক্টিসনার, ওইমেনস্ সেন্টার

    সেবাসমূহ এবং একজন চিকিৎসক সহ

    সকল সেবা প্রদান করা হয়। সকল নারী

    ও কিশোরী মেয়েদের জন্য এই

    সেবাসমূহ উনম্ুক্ত।

    টেলিফোন: ৯০২-৮৬৩-৬২২১

    ইমেইল: [email protected]

    মেন্স হেলথ সেন্টার সকল পুরুষ

    এবং ১২ বছর এবং তার চেয়ে বেশি

    mailto:[email protected]

  • 19

    বয়সের ছেলেদের জন্য উনম্ুক্ত। হেলথ প্রফেসনালদের একটি দল দ্বারা

    নিম্নোক্ত সেবাসহ অন্যান্য সেবা

    সরবরাহ করা হয়: একজন চিকিৎসক,

    মানসিক স্বাস্থ্য ও আসক্তি সেবা এবং

    ইস্টার্ন এনএস এর পারিবারিক

    পরিষেবাদি।

    টেলিফোন: ৯০২-৮৬৩-২৩৫৮

    http://ensfamilyservice.ca/progra

    ms/mens-health-centre/

    ডাকত্ার এবং ওয়াক-ইন কল্িনিকস্

    আপনার ফ্যামিলি ডাকত্ার এর সাথে

    এপয়েন্টমেন্ট এর জনয্:

    ডাকত্াররা সাধারনত সোমবার থেকে শুক্রবার

    সকাল ৯টা থেকে বিকাল ৪:৩০ এর মধ্যে

    এপয়েন্টমেন্ট রাখেন। আপনি দিনের বেলায়

    ডাকত্ার এর ক্লিনিক এ কল করে

    এপয়েন্টমেন্ট নিতে পারেন।

    আপনি যেদিন এপয়েন্টমেন্ট নিতে চান সেদিন

    নাও পেতে পারেন- আপনাকে কিছ ুসময়

    অপেক্ষা করতে হতে পারে।

    সন্ধায় ডাকত্ার দেখানোর জন্য:

    http://ensfamilyservice.ca/programs/mens-health-centre/http://ensfamilyservice.ca/programs/mens-health-centre/

  • 20

    অয্ানট্িগনিশ আফটার আওয়ার কল্িনিক:

    সোমবার-শুক্রবার ৬.০০-৯.০০ পিএম;

    ৪০ চার্চ স্ট্রীট (40 Church Street)

    টেলিফোন: ৯০২-৭৩৫-৪০০০

    নির্দেশাবলী: এপয়েন্টমেন্ট নিতে

    উপরের নাম্বারে বিকাল ৫টা বাজার

    শুরুতেই কল করুন। তারা ৫টার আগে কল

    এর উতত্র দেন না।

    শনিবার দুপুর ১২.৩০ এ কল করুন।

    আটলান্টিক সুপারস্টোর ওয়াক-ইন-ক্লিনিক:

    টেলিফোন: ৯০২-৩৩৮-৩০০০

    সনধ্ায় ডাকত্ার দেখানোর জনয্ এবং শনিবারে

    দেখানোর জনয্:

    ওয়াক-ইন-মেডিকেল-কল্িনিক:

    সোমবার ৬.০০ পিএম- ৯.০০ পিএম এবং

    শনিবার ১.০০ পিএম- ৫.০০ পিএম

    আটলান্টিক সুপারস্টোর , ২য় তলা

    টেলিফোন: ৯০২-৩৩৮-৩০০০

    নির্দেশাবলী: আপনি কল্িনিক খোলার ১

    ঘন্টা আগে এপয়েন্টমেন্ট নিতে পারেন

  • 21

    অথবা নিজেই কল্িনিকে গিয়ে অপেকষ্া

    করতে পারেন।

    *পল্িস নোট: ক্লিনিক এর

    এপয়েন্টমেন্টগলুো খবুই তাড়াতাড়ি শেষ হয়

    এবং ডাক্তার একটি এপয়েন্টমেন্ট এ শুধু

    একটি সমস্যার কথাই শুনবেন।

    ইমারজেনস্ির জনয্:

    আপনার যদি কোন মেডিকেল ইমারজেন্সি

    থাকে তাহলে সরাসরি সেন্ট মারথা’স

    হাসপাতালের ইমারজেনস্ি বিভাগে যেতে পারেন

    অথবা ৯১১ এ কল করুন।

    নারস্েস হেলপ্লাইন এর জনয্ কল ৮১১

  • 22

    ডর্াগসট্োরস এনড্ ফারমাসি’স

    আআআআআ যদি ঔষধ, টয়লেট্রিস, অথবা

    অন্যান্য জিনিসপত্র কিনতে হয় তাহলে শহরে

    অনেক জায়গা আছে যেখান থেকে আপনি এসব

    জিনিস কিনতে পারবেন।

    মমমমমমমম’স ফারমাসিভ (Mackinnon’s

    Pharmasave)

    আআআ আআআআ আআআআআআআ (243 Main St.)

    লউটন ’স ড্রাগ’স (Lawton’s Drugs)

    অ্যান্টিগনিশ মল (Antigonish Mall)

    মমমম’স ড্রাগ মারট (Shoppers Drug

    Mart) (আআআ আআআআ পর ্যন্ত খোলা)

    আআআ আআআআ আআআআআআআ (303 Main St.)

    মমমমমমমটোর ফারমাসি (Drugstore

    Pharmacy) (আআআআআস্টোর)

    আআ আআআআআআআ আআট্রীট (26 Market St.)

    মমমম-মমমট ফারমাসি (Wal-Mart

    Pharmacy)

    আআ আআআআআআআ আআট্রীট (50 Market St.)

  • 23

    মমমমমমমমম মমমমমমমমম

    (Haliburton PharmaChoice)

    আআআ আআআআ আআআআআআআ (220 Main St.)

  • 24

    অনয্ানয্ কমিউনিটি সেবাসমহূ

    অ্যান্টিগনিশ ওইমেনস্ রিসোর্স

    সেন্টার সকল বয়সের মহিলাদের

    পড়াশোনা, পরামর্শদান, আত্মসম্মান,

    এবং অন্যান্য প্রোগর্াম এ সহায়তা

    করে। এটি কাআআ আআআআআ

    আআআআআআআ (Kirk Place Building),

    আআআ আআ আআআ, আআআ আআআআ

    আআআআআআআআ

    টেলিফোন: ৯০২-৮৬৩-৬২২১

    ওয়েবসাইট: http://awrcsasa.ca/

    মেন্স হেলথ সেন্টার সকল পুরুষ এবং

    ১২ বছর ও তার চেয়ে বড় ছেলেদের জন্য

    উনম্ুক্ত। হেলথ প্রফেসনালদের একটি

    দল দ্বারা সেবা প্রদান করা হয়।

    টেলিফোন: ৯০২-৮৬৩-২৩৫৩

    http://ensfamilyservice.ca/programs

    /mens- health-centre/

    অয্ানট্িগনিশ কমিউনিটি গর্িফ

    সাপোরট্ প্রোগ্রাম তাদের জন্য

    প্রযোজ্য যারা তাদের আপনজনদের

    হারিয়েছে। প্রোগ্রামটি খোলা আছে

    কিনা জানার জন্য কল করুন।

    টেলিফোন: ৯০২-৮৬৩-১৩৭৫

    http://awrcsasa.ca/http://ensfamilyservice.ca/programs/mens-%20%20%20health-centre/http://ensfamilyservice.ca/programs/mens-%20%20%20health-centre/

  • 25

    সকল সেবাসমুহ বিনা পয়সায় দেয়া হয়।

  • 26

    কিডস হেলপ্ ফোন

    এবিউসড অথবা মানসিক যন্ত্রণার সম্মখুীন শিশুদের জন্য

    সেবা দিতে দিনের ২৪ ঘন্টা উন্মুকত্ থাকে। কাউন্সেলিং এবং

    রেফারেল প্রদান করা হয়।

    টেলিফোন: ১-৮০০-৬৬৮-৬৮৬৮

    ওয়েবসাইট: www.kidshelpphone.ca

    http://www.kidshelpphone.ca/

  • 27

    চাকরি

    নোভা সক্সিয়ার কাজসমহূ: ক্যারিয়ার

    কানেকশন

    বিনামূল্যে শিক্ষা সুযোগ এবং

    পরিষেবাগুলি আপনাকে চাকরি খুাঁজে পেতে

    বা একটি ব্যবসা শুর ুকরতে সহায়তা

    করে।

    ৫০ জেমস স্ট্রীট

    টেলিফোন: ৯০২-৮৬৩-৮২৪৪

    ইমেইল: [email protected].

    সারভিস কানাডা একটি অনলাইন জব

    ব্যাংক; এমপ্লয়মেন্ট ইনস্যুরেন্স

    তথ্য, পাশাপাশি এসআইএন নাম্বার

    সম্পর্কে তথ্য প্রদানে সাহায্য করে।

    ৩২৫ মেইন স্ট্রীট এ অবস্থিত।

    টেলিফোন: ৯০২-৮৬৩-৭০৬৯ অথবা ১-

    mailto:[email protected]

  • 28

    ৮০০-৫৩৭-৯৫৭৩

    ওয়েবসাইট: www.servicecanada.gc.ca

    ফিনানস্িয়াল (অর্থনৈতিক) সেবাসমহূ

    বয্াংকস: বার্গেনগ্রেন ক্রেডিট

    ইউনিয়ন, স্কটিয়া ব্যাংক, রয়্যাল

    ব্যাংক অফ কানাডা, এবং সিআইবিসি

    সবগুলি মেইন স্ট্রীট এ অবস্থিত।

    চারটি ব্যাংকই ফুল-সারভিস আর্থিক

    প্রতিষ্ঠান হিসেবে পরিচিত যেখানে

    আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন, মুদ্রা

    বিনিময় করতে পারেন, ভ্রমণকারীর

    চেকগুলি কিনতে পারবেন ইত্যাদি।

    মার্কিন ডলার বা ব্রিটিশ পাউন্ডের

    ব্যাংক ড্রাফ্ট ব্যতীত বিদেশী চেকের

    জন্য তহবিলগুলি সাধারণত অবিলম্বে

    পে (pay) করা হয় না। বিদেশী চেক

    ক্লিয়ার করার প্রয়োজনীও সময়

    সাধারণত ৪-৬ সপ্তাহ।

    ওয়ালমার্টের ওয়েস্টার্ন ইউনিয়ন

    এজেন্সিতে ওয়্যার ট্রান্সফার করা

    http://www.servicecanada.gc.ca/

  • 29

    যেতে পারে। টাকা ট্রানস্ফারের পরিমান,

    স্থান এবং গনত্ব্যস্থলের উপর নির্ভর

    করে ওয়্যার ট্রান্সফারের চার্জ অথবা

    মূল্য নির্ধারণ করা হয়। আরও প্রশন্ের

    উতত্র জানতে ভিসিট করুন নিমন্ের

    লিঙ্কে- www.westernunion.ca.

    ইএএল এবং লিটারেসি

    অয্ানট্িগনিশ কাউনট্ি এডালট্ লারন্িং

    এসোসিয়েশন (আকালা):

    আকালা ইংলিশ শিখতে আগ্রহীদের বিনা

    মূল্যে ইংলিশ বলতে, শুনতে, পরতে, এবং

    লিখতে পারার দক্ষতা বাড়ানোর জন্য

    ইংলিশকে একটি দ্বিতীয ়ভাষা হিসেবে

    (ইএএল) ক্লাস এবং ওয়ান-অন-ওয়ান

    টিউটোরিয়াল প্রদান করা হয়।

    আকালা নতনু ইমিগ্রেন্টস এবং

    পার্মানেন্ট রেসিদেন্টদের বিগিনার,

    ইন্টারমেডিয়েট, এবং এডভান্সড ক্লাস

    দেয়ার জন্য টিচিং ইমিগ্রেন্টস ইংলিশ

    http://www.westernunion.ca/

  • 30

    (টিআইই) প্রোগ্রাম এর সাথে

    পার্টনার হয়েছে।

    টেলিফোন: ৯০২-৮৬৩-৩০৬০

    ওয়েবসাইট:

    http://www.acalalearn.ca

    জেনারেল ইমেইল:

    [email protected]

    অয্ানট্িগনিশ টাউন এবং কাউনট্ি লাইবর্েরিতে

    লোন এর জন্য বই এবং অন্যান্য রিসোর্স

    আছে।

    ঠিকানা: ২৮৩ মেইন স্ট্রীট

    টেলিফোন: ৯০২-৮৬৩-৪২৭৬

    http://www.parl.ns.ca

    চিতত্বিনোদন

    টাউন অব অয্ানট্িগনিশ রিকর্িয়েশন

    ডিপারট্মেনট্ অ্যান্টিগনিশের নাগরিকদের

    জন্য খেলাধুলা, চিতত্বিনোদন, এবং লেইজার

    এক্টিভিটিজ সরবরাহ করে।

    চিতত্বিনোদনের পরিচালক: ট্রিসিয়া কেমেরুন

    (Tricia Cameron)

    mailto:[email protected]://www.parl.ns.ca/

  • 31

    ইমেইল: [email protected]

    ৯০২-৮৬৭-৫৫৯৫

    অয্ানট্িগনিশ কাউনট্ি রিকর্িয়েশন

    ডিপারট্মেনট্ কমিউনিটির তততত

    ততততততত ততততততততত,

    তততততততত ততত তততততত

    ততততততত ততততত ততত ততততত

    তততত তততত http://www.antigonishcounty.ns.ca/category/

    recreation/

    ফোন: ৯০২-৮৬৩-১১৪১ – মেইন অফিস

    ফোন: ৯০২-৮৬৩-০৩১৬ – চিতত্বিনোদন

    পর্োগর্ামারের অফিস

    [email protected]

    অয্ানট্িগনিশ টাউন এবং কাউনট্ি লাইবর্েরিতে

    বাচ্চা এবং বড়দের জনয্ ফ্রি প্রোগ্রাম

    প্রদান করে।

    ঠিকানা: ২৮৩ মেইন স্ট্রীট

    ৯০২-৮৬৩-৪২৭৬

    http://www.parl.ns.ca

    হাউজিং

    ইস্টারন্ মেইনলেনড্ হাউজিং অথরিটি:

    http://www.parl.ns.ca/

  • 32

    এডমিনিস্টারস এক্সিস্টিং পাবলিক হাউজিং

    এখানে সিনিয়র এবং ওইসকল পরিবার যাদের

    হাউজিং প্রয়োজন তাদের হাউজিং সুবিধা দিয়ে

    থাকে। আয় থেকে ভাড়া কেটে নেয়া হয়।

    লোকেশন: ২০ অরচারড টেরেস,

    অ্যান্টিগনিশ (20 Ochard Terrace,

    Antigonish, NS B2G 1W5)

    টেলিফোন: ৯০২-৮৬৩-১২৫৯

    কিছ ুওয়েবসাইট আছে যেগুলো টেম্পোরারি

    রেন্টাল হাউজিং পেতে সাহায্য করবে:

    রেনট্ গরিলল্া:

    https://rentgorilla.ca/list/antigonish-

    ns?page=1

    Kijiji Nova Scotia (search “real estate” +

    “Antigonish”)

    http://www.kijiji.ca/b-real-estate/nova-

    scotia/antigonish/k0c34l9002

    https://rentgorilla.ca/list/antigonish-ns?page=1https://rentgorilla.ca/list/antigonish-ns?page=1

  • 33

    পরিবারসহ শিশদুের জনয্ পর্য়োজনীয় তথয্

    কিডস ফারস্ট্ ফয্ামিলি রিসোরস্ সেনট্ার:

    কিডস ফার্স্ট ০ থেকে ৬ বছরের শিশুদের

    সঙ্গে পরিবারের আস্থা, স্থায়িত্ব এবং আশা

    তৈরি করতে সাহায্য করে। কিছ ু

    প্রোগ্রামগলুো হল: মা (বাবা-মা) এবং ছোট

    বাচ্চা; লার্নিং লাইব্রেরি; স্কুল রেডিনেস;

    স্কুল এবং কানাডিয়ান প্রি-নাটাল/পোস্ট-

    নাটাল নিউট্রিশন প্রোগ্রাম এ ফিরে যাওয়া

    ইত্যাদি।

    টেলিফোন: ৯০২-৮৬৩-৩৮৪৮

    ইমেইল: [email protected]

    ওয়েবসাইট:

    http://www.kids1st.ca

    স্টর্েইট রেজিওনাল সক্লু বোরড্:

    অ্যান্টিগনিশ, গাইসবোরো, এবং কেপ

    ব্রেন্টন সহ সমস্ত অঞ্চলের এডমিনিস্টারস

    পাবলিক স্কুল। ইংরেজি এবং ফ্রেঞ্চ ইমারশন

    ক্লাস পাওয়া যায়। পাবলিক স্কুলে আপনার

    সন্তানের তালিকাভুক্ত করার জন্য

    যোগাযোগ করুন।

    টেলিফোন: ৯০২-৬২৫-২১৯১

    টোল-ফর্ি: ১-৮০০-৬৫০-৪৪৪৮

    mailto:[email protected]://www.kids1st.ca/

  • 34

    ওয়েবসাইট: www.strait.ednet.ns.ca

  • 35

    পরিবহন

    টয্াকস্িস

    ম্যাক্স ট্যাক্সি (Mac's Taxi) (২৪

    ঘন্টা সার্ভিস): ৯০২-৮৬৩-৮০০০

    স্টুডেন্ট ট্যাক্সি (Student Taxi):

    ৯০২-৮৬৩-২১২২

    এমএনড্এম ট্যাক্সি (M&M Taxi):

    ৯০২-৮৬৩-৬৬৬৬

    অজিস ট্যাক্সি (Odgies Taxi): ৯০২-

    ৮৬৩-৩০৩০

    জিঙ্কস ট্যাক্সি (Zinck’s Taxi):

    ৯০২-৮৬৩-৪৯৪৪

    ট্যাক্সি ভাড়া প্রায় $৫-৬/শহরে ভ্রমণ এবং

    $৭/সুপারস্টোরে ট্রিপের জন্য (ডাকত্ার এর

    অফিস).

    মেরিটাইম বাস

    অ্যান্টিগনিশের বাইরে বাস ভ্রমণের

    জন্য, মেরিটাইম বাসটি বিকল্প মাধ্যম।

    বাস টার্মিনাল সেন্টএফএক্স

    ক্যাম্পাসে ব্লুমফিলড্ সেন্টারে

    অবস্থিত। আপনি অনলাইনে ভ্রমণের

    সময়সূচী পরীক্ষা করতে পারেন।

  • 36

    টেলিফোন: ৯০২-৮৬৩-৬৯০১

    ওয়েবসাইট:

    www.maritimebus.com.

    http://www.maritimebus.com/

  • 37

    পরিবহন

    অয্ানট্িগনিশ কমিউনিটি টর্ানজিট

    অ্যান্টিগনিশ কমিউনিটি ট্রানজিট বাস

    শহর এবং কাউন্টির মধ্যে নিযম়িত সেবা

    দেয়। বাস স্টপ শহরের কাছাকাছি

    অবস্থিত।

    সময়সূচী অনলাইন এ নিচের লিঙ্ক এ

    পাওয়া যাবে

    www.antigonishcommunitytransi

    t.ca অথবা টেলিফোনে ৯০২-৮৬৭-

    ০৪১১ নামব্ারে কল করুন।

    http://www.antigonishcommunitytransit.ca/http://www.antigonishcommunitytransit.ca/

  • 38

    ডাক (পোসট্াল) সেবাসমহু

    অ্যান্টিগনিশে দুটি পোস্ট অফিস রয়েছে, উভয ়

    একই সেবা সরবরাহ করছে, যেমন পারচেস

    স্ট্যাম্প এবং পোস্টিং লেটার এবং প্যাকেজ

    পোস্ট করা।

    সময়সচূী:

    সকাল ৯টা থেকে বিকাল ৫টা, সোমবার থেকে

    শুক্রবার।

    আরও তথ্য জানতে, ভিসিট করুন:

    http://www.canadapost.ca

    অয্ানট্িগনিশের লোকেশন:

    সেন্ট্রাল পোস্ট অফিস ১৩৩ চার্চ

    স্ট্রীট এর অ্যান্টিগোনিশ মল এ

    অবস্থিত।

    কানাডা পোস্ট আউটলেট মেইন স্ট্রীট

    এর শপারস ড্রাগ মারট এ অবস্থিত।

    আউটগোয়িং মেইল:

    আপনি কোথায় আপনার মেইলিং লেটার

    পাঠাচ্ছেন তার উপর নির্ভর করে

    স্ট্যাম্প এর দাম রাখা হয়।

    http://www.canadapost.ca/

  • 39

    মূল্য নির্ধারণের জন্য পোস্ট অফিসে

    ভারি লেটারগলুি অবশ্যই ওজন করা হয়।

    সবগুলো লেটার ভালোভাবে সীল করুন

    এবং প্রয়োজনের তুলনায় বেশি কিছ ু

    নিবেন না।

    আপনি যে মেইল প্রেরণ করেন তার

    উপর আপনার নাম সহ ঠিকানা দিতে

    ভুলবেন না।

    Bibiography

    Antigonish Town and County Community

    Health Board. (2012-2013).

    Application for a Permanent Resident Card

    (PR Card). (2016). Retrieved from

    http://www.cic.gc.ca/english/information/ap

    plications/prcard.asp

    Citizenship and Immigration Canada.

    (2007). Welcome to Canada: What you

    should know. Minister of Public Works and

    Government Services Canada, 2010 Edition.

    Coady International Institute: Newcomers

    Guide to Antigonish

    http://www.cic.gc.ca/english/information/applications/prcard.asphttp://www.cic.gc.ca/english/information/applications/prcard.asp

  • 40

    Immigrant services in your area. (2016).

    Retrieved from

    http://www.cic.gc.ca/english/newcomers/ma

    p/services.asp

    Kids First,Pictou, Antigonish and

    Guysborough Counties. (n.d.). Retrieved

    from http://kids1st.ca/

    Service Canada. (n.d.). Retrieved

    fromhttp://www.servicecanada.gc.ca/eng/ho

    me.shtml

    http://www.cic.gc.ca/english/newcomers/map/servichttp://www.cic.gc.ca/english/newcomers/map/servichttp://kids1st.ca/

  • 41

    Map of Antigonish